শিশুর মানসিকতা বিকাশে করণীয়

Looks like you've blocked notifications!

শিশুর মানসিকতা বিকাশে মা-বাবার ভূমিকা অনেক। শিশুর মানসিকতা বিকাশে মা-বাবার করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯২২তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. ফাহমিদা ফেরদৌস।

বর্তমানে তিনি জেড এইচ সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : শিশুর মানসিকতা বিকাশে ছোটবেলা থেকে কী করণীয়?

উত্তর : বাবা-মা কর্মজীবীই হোক, আর সে ঘরেই থাকুক, সবসময় সন্তান কী কাজ করছে,কী করছে না, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। যেই কাজ করছে সেটি ঠিক কি না সে বিষয়ে তথ্য দিতে হবে।

শিশু যেটি দেখবে সেটিই শিখবে। মা-বাবাকে শিশুরা মডেল হিসেবে ভাবে। এই দেখাটাই তার শিক্ষা।

প্রশ্ন : ঠিকমতো গাইডলাইনের পরও অনেক সময় দেখা যায় সন্তান বেয়াড়া হয়ে যাচ্ছে। এসব কেন হয়? তখন করণীয় কী?

উত্তর : যখন দেখা যাবে শিশু এ রকম আচরণ করছে, তখন অবশ্যই মনোরোগ চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। কোথাও না কোথাও একটি অসুবিধা থাকবেই। দ্বন্দ্ব তৈরি হচ্ছে। শিশুরা তো অনেক সময় ঠিকমতো ভূমিকা রাখতে পারছে না। মা-বাবা হয়তো ঠিক আছেন, তবে পরিবারের অন্য সদস্যদেরও তো ভূমিকা রয়েছে। যখন বাবা মা চাকরিতে যাচ্ছেন তখন পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে কী শিক্ষা পাচ্ছে এগুলোও দেখা দরকার। এভাবে করলে শিশুর মানসিক বিকাশ ভালো হবে।