শিশুকে বুকের দুধ খাওয়ানোর নিয়ম জানেন?

Looks like you've blocked notifications!

শিশুকে বুকের দুধ খাওয়ানো নিয়ে অনেক মা উদ্বিগ্ন থাকেন। শিশুকে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে কিছু বিষয় মেনে চললে সঠিকভাবে বুকের দুধ খাওয়ানো যায়।  

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯২৯তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : বাচ্চা বুকের দুধ যেন বেশি পায়, সে জন্য কি কোনো সঠিক পদ্ধতি রয়েছে?

উত্তর : অঙ্গবিন্যাসের কিছু বিষয় রয়েছে। যখন মা হাসপাতালে থাকবেন, তখন শিখতে পারেন অথবা মা পার্শ্ববর্তী কোনো হাসপাতালে গিয়েও শিখে আসতে পারেন। মায়েরা অনেক সময় নিপল সাক করান। এতে মাও ব্যথা পান, বাচ্চাও দুধ পায় না। নিপল ও কালো অংশটা যখন একসঙ্গে দেবে মুখের মধ্যে, তখনই বাচ্চা সুন্দর করে দুধ পাবে। বাচ্চার এ ক্ষেত্রে দুটো বিষয় হয়। একটি হলো তাপমাত্রা ব্যবস্থাপনা হচ্ছে। মায়ের পেটের সঙ্গে বাচ্চার বুক মিলিয়ে থাকে। এতে বাচ্চার যে তাপমাত্রা রয়েছে, সেটি ব্যবস্থাপনা হচ্ছে। পাশাপাশি সে সঠিকভাবে দুধ পাচ্ছে।