রক্তস্বল্পতা হয়েছে, কখন বলবেন?

Looks like you've blocked notifications!

রক্তস্বল্পতা একটি প্রচলিত সমস্যা। অনেকেই এ সমস্যায় ভোগেন। সাধারণত আয়রনের ঘাটতি, দুর্ঘটনা ইত্যাদি বিভিন্ন কারণে রক্তস্বল্পতা হয়। শরীর ফ্যাকাসে হয়ে যাওয়া, অবসাদ, দুর্বলতা ইত্যাদি রক্তস্বল্পতার লক্ষণ। তবে জানেন কি, কখন একজন রোগীর রক্তস্বল্পতা হয়েছে বলে ধরে নেওয়া হয়?

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৩০তম পর্বে কথা বলেছেন ডা. মো. আবুল কালাম আজাদ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : রক্তস্বল্পতা বলতে কী বোঝানো হয়?

উত্তর : আমরা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞার দিকে চলে যাই, বলা হয়, ছেলেদের যদি হিমোগ্লোবিনের মাত্রা তেরোর নিচে চলে যায়, আর মেয়েদের যদি এটি বারোর নিচে চলে যায়, তখনই আমরা একে রক্তস্বল্পতা বলব।