টিকা দিলে কি সেই রোগটি আর হয় না?

Looks like you've blocked notifications!

অনেকে ভাবেন, শিশুকে একবার টিকা দিলে সেই রোগটি আর কখনোই হয় না। ধারণাটি কি সঠিক? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৩৯তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : অনেকে মনে করে শিশুকে যেই রোগটির জন্য টিকা দেওয়া হলো, সেই রোগটি তার কোনো দিনও হবে না। এ বিষয়ে আপনার পরামর্শ কী?

উত্তর : আসলে প্রতিটি টিকার প্রভাবের একটি মাত্রা রয়েছে। এখন ৮০ ভাগ প্রভাব থাকতে পারে। ২০ ভাগ তো থাকছে না। ১০০ ভাগ কিন্তু হয় না। অনেক সময় রোগটি আবার হতে পারে। তবে টিকা দেওয়া থাকলে রোগ হওয়ার আশঙ্কা অনেক কমে যায়।  

প্রশ্ন : টিকা দেওয়ার ব্যাপারে কী পরামর্শ থাকবে?

উত্তর : অবশ্যই মা-বাবাকে টিকাকেন্দ্রে গিয়ে টিকা দিতে হবে। টিকা দিতে হবে ঠিক সময়ে। এর কোনো বিকল্প নেই।