‘যৌনস্বাস্থ্য বিষয়ে তরুণদের সঠিক তথ্য দিতে হবে’

Looks like you've blocked notifications!
রাজধানীর গুলশানের লং বিচ স্যুটে শেয়ার নেট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘শেয়ার নেট বাংলাদেশ নলেজ ফেয়ার’। ছবি : সংগৃহীত

তরুণসমাজের মধ্যে যৌন ও প্রজননস্বাস্থ্য বিষয়ে সঠিক তথ্য ছড়িয়ে দিয়ে তাদের মধ্যে সঠিক মূল্যবোধ গড়ে তুলতে হয়ে গেল ‘শেয়ার নেট বাংলাদেশ নলেজ ফেয়ার।’

আজ বৃহস্পতিবার রাজধানী গুলশানে শেয়ার নেট বাংলাদেশের আয়োজনে এবং রেড অরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস ও জমেস প্রি গ্রান্ট স্কুল অ্যান্ড পাবলিক স্কুলের উদ্যোগে মেলাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশে নেদারল্যান্ডসের দূতাবাসের সিনিয়র অ্যাডভাইজর মাশফিকা জামান সাটিয়ার।

মাশফিকা জামান আরো বলেন, ‘তরুণ সমাজ যদি যৌন ও প্রজননস্বাস্থ্য বিষয়ে সঠিক তথ্য পায়, তবে যৌন বিষয়ে কথা বলতে তাদের মধ্যে যে গোপনীয়তা, জড়তা কাজ করে তা দূর করা সম্ভব হবে এবং তা অনেক ক্ষেত্রে ভুল বা বিকৃত দৃষ্টিভঙ্গির পরিবর্তন এনে মূল্যবোধ তৈরি করতে সাহায্য করবে। সঠিক তথ্যের সঙ্গে সঠিক মাধ্যমও সে জন্য নিশ্চিত করা জরুরি। সে লক্ষ্যেই কাজ করছে শেয়ার নেট বাংলাদেশের নলেজ প্ল্যাটফর্মটি। যা সবাইকে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারের বিষয়ে সর্বোচ্চ তথ্য ও জ্ঞান ও সর্বদা সঠিক তথ্য দিতে অগ্রণী ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক।  তিনি শুধু শহর না, গ্রামের তরুণসমাজের কথাও তুলে এনেছেন তাঁর বক্তব্যে। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ সরকার স্বাস্থ্য খাতে যেসব উদ্যোগ নিচ্ছে তার মধ্যে অন্যতম ফোকাসে আছে যৌন ও প্রজননস্বাস্থ্য ও অধিকার। সে ক্ষেত্রে কিশোর-কিশোরী ও তরুণদের মূল সারিতে রাখা হচ্ছে, যাতে তাঁরা এ বিষয়ে ভুল তথ্য না পায়। এবং তাদের সঠিক তথ্য পাওয়ার যে অধিকার তা যেন নিশ্চিত হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মিলে এ বিষয়ে অনেক কাজ করলেও আমাদের এখন অনেক দূর যেতে হবে। বিশেষ করে যারা গ্রামে থাকে, তাদের কাছেও যৌন, প্রজননস্বাস্থ্য ও অধিকার বিষয়ে সঠিক তথ্য যাতে পৌঁছায় সে জন্য আমাদের সবার এক জোট হয়ে কাজ করতে হবে। সে ক্ষেত্রে তথ্য হতে হবে সহজে বোধগম্য ও ভাষাগত জটিলতামুক্ত। শেয়ার নেট বাংলাদেশের মতো বিভিন্ন নলেজ প্ল্যাটফর্মের সাথে যদি তরুণদের যুক্ত করা যায় তবে তথ্যের প্রসার প্রতিটি পর্যায়ে, সকল মানুষের মধ্যে সমানভাবে করা সম্ভব হবে।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন ও প্রফেসর সাবিনা ফয়েজ রশীদ বলেন, ‘শেয়ার নেট বাংলাদেশ এমন একটি নলেজ প্ল্যাটফর্ম,  যা তথ্য ও জ্ঞানের বিষয়গুলোকে এমনভাবে শেয়ার করে যেন তা সৃষ্টিশীল ও সহজে বোধগম্য হয়। ভিন্নভাবে সক্ষম মানুষদের, কিশোর-কিশোরীদের তরুণ-তরুণীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারগুলো সম্পর্কে কথা বলতে হবে। একই সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কী ধরনের তথ্য শেয়ার করছি এবং অবশ্যই খোলা মনোভাব নিয়ে সবাইকে কথা বলার সুযোগ করে দিতে হবে। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগের সঙ্গে সরকারকেও এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে রেড ওরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক অর্ণব চক্রবর্তী বলেন, ‘শেয়ার নেট বাংলাদেশের বর্তমান সদস্য সংখ্যা ছয় শতাধিক।  http://www.share-netbangladesh.org/  অনলাইন নলেজ প্ল্যাটফর্মটি সবার জন্য উন্মুক্ত। এতে সদস্য হয়ে যৌন, প্রজননস্বাস্থ্য ও অধিকার বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য সবাইকে আহ্বান জানাই।’

অনুষ্ঠানে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাপ্তবয়স্কদের যৌনস্বাস্থ্য, অধিকার ও যৌনশিক্ষা বিষয়ে আলোচনা করা হয়। শেয়ার নেট বাংলাদেশ একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকার বিষয়ে নানা তথ্য ও গবেষণামূলক জ্ঞানের সম্ভার। এই প্ল্যাটফর্ম বাংলাদেশে যৌন ও প্রজনন স্বাস্থ্যক্ষেত্রে এবং পলিসি তৈরিতে বিশেষভাবে ভূমিকা রাখছে। রেড অরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস্ এবং জমেস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ-এর যৌথ উদ্যোগে এই প্রকল্পটি পরিচালিত হয়।