গর্ভাবস্থায় বেশি বমি হলে গর্ভজাত সন্তানের ক্ষতি হয়?

Looks like you've blocked notifications!

গর্ভাবস্থায় বমি একটি স্বাভাবিক সমস্যা। তবে অনেকের ক্ষেত্রে বমি একটু বেশি হয়। আর এটি মা ও শিশু উভয়ের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।  

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪১তম পর্বে কথা বলেছেন ডা. মেহেরুন নেসা। বর্তমানে তিনি হলি ফ্যামিলি মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : গর্ভাবস্থায় বেশি বমি হলে কি গর্ভজাত সন্তানের অসুবিধা হয়?

উত্তর : হ্যাঁ। গর্ভজাত সন্তানেরও ক্ষতি করতে পারে। পানির পরিমাণ কমে যেতে পারে। এগুলো অবশ্য পরের দিকে। প্রথম দিকে যখন হয়, তখন অনেক জটিল অবস্থা হতে পারে। বাচ্চার ক্ষতির চেয়েও আমরা তখন চিন্তা করি মায়ের ক্ষতির কথা। অনেক সময় দেখা যায় যে মায়ের জীবন বাঁচানোই কঠিন হয়ে যায়। এ ক্ষেত্রে অনেক সময় গর্ভপাতও লাগে। যদি মায়ের তাপমাত্রা অনেক বেশি থাকে, পালাস রেট বেড়ে যায়, পুষ্টির অভাব হয় পাশাপাশি প্রস্রাব যদি কমে যায় তখন অনেক সময় এমন করা লাগতে পারে।