নারীস্বাস্থ্য বলতে কী বোঝানো হয়?

কুসংস্কার বা সচেতনতার অভাবে অনেক সময় নারীর সুস্থতার বিষয়টি বেশ অবহেলিত থাকে। নারীর সুস্থতার জন্য তাই নারীস্বাস্থ্য বিষয়ে সঠিকভাবে জানা প্রয়োজন।
নারীস্বাস্থ্যের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭৫তম পর্বে কথা বলেছেন ডা. রওশন আরা। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনে আছেন।
প্রশ্ন : নারীস্বাস্থ্য বলতে কী বোঝানো হয়? কোন কোন বিষয় এর মধ্যে পড়ে?
উত্তর : সুস্বাস্থ্য বলতে আমরা যেটা বলি শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সুস্থ থাকা। শুধু অভাব আর রোগকে সুস্বাস্থ্য বলা হয় না। একজন নারী যখন শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সুস্থ থাকেন, তখনই তিনি সুস্থ। আর পুরুষদের সঙ্গে নারীদের একটি বিশাল পার্থক্য থাকে। কারণ, জন্মগতভাবে শারীরিক গঠন, তাদের হরমোনাল অবস্থা, মানসিক অবস্থা, সবকিছুই পুরুষের থেকে আলাদা। তাই নারীস্বাস্থ্য বলতে আমরা যেটি বুঝি সেটি হলো, তিনি শারীরিক, মানসিক, সামাজিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন কি না সেটি।