গর্ভ-পরবর্তী সময়ে খিঁচুনি : করণীয়

Looks like you've blocked notifications!

গর্ভকালীন খিঁচুনি একলামশিয়ার একটি লক্ষণ। তবে যাদের এ ধরনের সমস্যা গর্ভের সময় থাকে, তাদের গর্ভ-পরবর্তী সময়েও এ সমস্যা পুনরায় হতে পারে। এ ক্ষেত্রে করণীয় কী? 

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪৯তম পর্বে কথা বলেছেন ডা. মেহেরুন নেসা। বর্তমানে তিনি হলি ফ্যামিলি মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : গর্ভ-পরবর্তী সময় একলামশিয়া বা খিঁচুনি হলে করণীয় কী? কী ধরনের লক্ষণ দেখলে তার দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে?

উত্তর : তার উচ্চ রক্তচাপটা দেখতে হবে। লক্ষণ তো দেখব। এ ছাড়া ব্লাডপ্রেশার বা প্রস্রাবে অ্যালবুমিন রয়েছে কি না, সেটি দেখব। যখন সেটা করতে পারবে না, তখন মায়ের লক্ষণ দেখে বুঝতে হবে। মায়ের অস্থির লাগছে, ভালো লাগছে না, মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছে, ওপরের পেটে ব্যথা হচ্ছে, অনেক সময় বমিও হয় মায়ের। এগুলো দেখে বোঝা যায়, হয়তো মায়ের রক্তচাপ বেশি হয়ে গেছে। উচ্চ রক্তচাপই তো একমাত্র লক্ষণ। এরপর অন্যান্য পরীক্ষা করে আমরা পেয়ে যাব। এ রকম কোনো লক্ষণ দেখলে অবশ্যই চিকিৎসকের কাছে বা হাসপাতালে যাওয়া উচিত।