গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাবের সমস্যা কেন হয়?

Looks like you've blocked notifications!

অনেকেরই গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাবের সমস্যা হয়। এর কারণ কী?  এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০১০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. কামরুন নেসা আহমেদ। বর্তমানে তিনি গ্রিন লাইফ মেডিকেল কলেজে অবসটেট্রিক ও গাইনি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : অনেকে কিন্তু এই সমস্যা নিয়েও আসে যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে। আটকে রাখতে পারে না। এই ক্ষেত্রে পরামর্শ কী?

উত্তর : ধরুন, জরায়ুটা বড় হচ্ছে। তার সামনেই প্রস্রাবের ব্যাগটা। জরায়ুটা যখন প্রস্রাবের ব্যাগটার ওপরে চাপ দিচ্ছে, তখন প্রস্রাবের চাপ আসছে। এতে আপনাকে বারবার বাথরুমে যেতে হচ্ছে। এটা ডায়াবেটিসের লক্ষণ কি না, সেটি নিয়েও অনেকে ভাবে। তখন বলি, এ রকম হতেই পারে। প্রথম তিন মাসে আমরা পরীক্ষা করি। যদি সেটিতে ভালো থাকে, তাহলে তাকে আরো বুঝিয়ে বলা যায়, কিছুই নেই, এটা স্বাভাবিক।

আরেকটু বলি, যাদের জ্বালাপোড়া হচ্ছে, পানি কম খাচ্ছে, তাদের বলি হালকা কুসুম গড়ম পানি ব্যবহার করতে। জায়গাটা একটু শুষ্ক থাকলে এই ধরনের সমস্যা কম হয়।