গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কাদের বেশি?

Looks like you've blocked notifications!

গর্ভাবস্থায় অনেকে ডায়াবেটিসে ভোগেন। অনেকের আগে থেকে ডায়াবেটিস থাকে, গর্ভ ধারণের পরও সেই সমস্যা চলতে থাকে। আর অনেকের নতুন করে গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়।

গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কাদের বেশি,  এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০১৩তম পর্বে কথা বলেছেন ডা. রুহী জাকারিয়া। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কাদের বেলায় বেশি?

উত্তর : আসলে গর্ভাবস্থা নিজেই একটা ডায়াবেটোজনিক অবস্থা। কারণ, গর্ভাবস্থায় মানুষের প্লাসেন্টায় ল্যাকটোজেন নামে একটি হরমোন আসে। এটা ডায়াবেটোজেনিক। এর সঙ্গে সঙ্গে কারো যদি দেখা যায় তার পারিবারিক ইতিহাস রয়েছে, আগের গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস থাকে, সে পরবর্তী গর্ভাবস্থার জন্য ঝুঁকির মধ্যে পড়ে যায়। অতিরিক্ত ওজন একটি ব্যাপার। অতিরিক্ত ওজনের জন্য ডায়াবেটিস হয়। এসব কারণে দেখা যায় আগে হয়তো ডায়াবেটিস ছিল না, তবে গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়ে গেছে। একেই আমরা জেসটেশনাল ডায়াবেটিস বলি। একেও নিয়ন্ত্রণ করতে হবে। এটা নিয়ন্ত্রণ না করলে দেখা যায় মা ও বাচ্চার ওপর এর প্রভাব রয়েছে।