গর্ভাবস্থায় কত দিন পরপর চেকআপ করবেন?

গর্ভাবস্থায় নিয়মিত চেকআপ খুব জরুরি। তবে কত দিন পরপর এই চেকআপ করাতে হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০১৫তম পর্বে কথা বলেছেন ডা. শামিমা নার্গিস নিলা।
বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আমাদের দেশে স্বাস্থ্য সচেতনতার মাত্রা নিচে হওয়ার কারণে হোক, আর্থসামাজিক অবস্থার কারণে হোক কিংবা শিক্ষার অবস্থানের কারণে হোক, মায়েরা নিয়মিতভাবে চেকআপে আসেন না। নিয়মিত চেকআপ করার গুরুত্ব কতটুকু? কত দিন পরপর চেকআপ করা উচিত? সেখানে কী কী বিষয় দেখেন?
উত্তর : নিয়মিত চেকআপে আসা উচিত। নয় মাসে ১৫ বার আসতে হবে। সেটার একটি ভাগ রয়েছে। প্রতি সাত মাস পর্যন্ত সে একবার করে চেকআপে আসবে। সাত মাস থেকে পরের দুই মাসে দুই সপ্তাহ পর পর তারা একবার আসবে। শেষের মাসে প্রতি সপ্তাহে আসবে। এতে দেখা যায় নয় মাসে তাকে ১৫ বার আসতে হবে। এটা আদর্শগত। তবে আমাদের এই তৃতীয় বিশ্বে, এই আর্থসামাজিক অবস্থায় দেখা যায়, এটা সম্ভব হয় না। এতবার তারা আসতে পারে না। এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, অন্তত চারটা ভিজিট করতে হবে। যেমন প্রথম চার মাসের মধ্যে সে একবার আসবে। এর পর ২২ থেকে ২৬ সপ্তাহের মধ্যে একবার চেকআপে আসবে। ৩২ সপ্তাহে একবার আসবে। আর ৩৬ সপ্তাহে একবার আসবে। এই চারটা চেকআপ করতেই হবে।