উচ্চ রক্তচাপের রোগীরা গর্ভধারণে যেসব বিষয় খেয়াল রাখবেন

Looks like you've blocked notifications!

যাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাঁদের ক্ষেত্রে সন্তান ধারণে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। না হলে মা ও শিশু উভয়ই ঝুঁকির মধ্যে পড়ে।

উচ্চ রক্তচাপের রোগীদের গর্ভধারণের আগে সতর্কতার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৩৮তম পর্বে কথা বলেছেন ডা. শামীম নার্গিস নীলা। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গাইনি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : উচ্চ রক্তচাপের রোগীদের গর্ভকালীন কী সতর্কতা জরুরি?

উত্তর : দেখা যায়, যাঁরা আগে থেকে হাইপারটেনসিভ, তাঁরা যখন গর্ভাবস্থা নিতে চান, তাঁদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ ফলোআপ করে দেখতে হয়। যে ওষুধটা আমরা দেবো, সেটি যেন গর্ভাবস্থায় ক্ষতি না করে, এমন ওষুধ দিই। ফলোআপ করি। যখন প্রেশারটা কম থাকবে, তখনই আমরা তাঁকে গর্ভধারণ করতে বলব। এর আগে যেন সে গর্ভধারণের জন্য চেষ্টা না করে। যদি প্রেশার নিয়ন্ত্রণ করতে না পারি, সে ক্ষেত্রে তত দিন বলব, গর্ভধারণ না করাই ভালো।