গর্ভাবস্থায় একলামসিয়া হলে করণীয়

Looks like you've blocked notifications!

গর্ভাবস্থায় রক্তচাপ ১৪০/৯০ হলে, প্রস্রাবের সঙ্গে শর্করা, প্রোটিন জাতীয় কিছু গেলে একে আমরা প্রি-একলামসিয়া বলি। প্রি-একলামসিয়ার জটিল পর্যায় হলো একলামসিয়া। এ সময় গর্ভবতী মায়ের খিঁচুনি হয়।  

একলামসিয়া হলে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৩৮তম পর্বে কথা বলেছেন ডা. শামীম নার্গিস নীলা। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গাইনি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : গর্ভাবস্থায় একলামসিয়া হলে আপনারা কী করে থাকেন?

উত্তর : আমরা প্রথমে রক্তচাপ নিয়ন্ত্রণ করি। পর্যবেক্ষণ করি। কবে ডেলিভারি করব, সেই নিরাপদ সময়টি ঠিক করি। অ্যান্টিহাইপারটেনসিভ ওষুধটা দিয়ে প্রেশারটা নিয়ন্ত্রণ করে আমরা ফলোআপ করতে থাকি। সব যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে টার্ম পর্যন্ত আমরা নিতে পারি। এরপর আমরা ডেলিভারি করি।

স্বাভাবিক ডেলিভারিও করতে পারি। স্বাভাবিক প্রসবের যদি সমস্যা নাও থাকে, শুধু তার প্রি-একলামসিয়া থাকে, তার জন্য সিজার করার কোনো প্রয়োজন নেই। তাহলে স্বাভাবিক প্রসব হবে। আর এতে যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমরা সিজারে যাব।