ঋতুস্রাবের ব্যথা কমাতে তিন খাবার

Looks like you've blocked notifications!
ঋতুস্রাবের ব্যথা কমাতে আদা চা পান করতে পারেন। ছবি : সংগৃহীত

ঋতুস্রাব নারী শরীরের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। অধিকাংশেরই এই সময় অস্বস্তিকর এক ধরনের ব্যথা অনুভূত হয়। কিছু খাবার রয়েছে, যেগুলো ঋতুস্রাবের ব্যথা কমাতে কাজ করে। 

ঋতুস্রাবের ব্যথা কমাতে কাজ করে এমন কিছু খাবার জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। 

১. আদা
আদার মধ্যে রয়েছে প্রদাহরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। আদার চা ঋতুস্রাবের সময় ব্যথা কমাতে সাহায্য করে। ঋতুস্রাব হওয়ার প্রথম তিন দিন এটি পান করতে পারেন। 

২. দই 
দইয়ের মধ্যে রয়েছে ক্যালসিয়াম। গবেষণায় বলা হয়, ক্যালসিয়ামসমৃদ্ধ দুগ্ধজাতীয় খাবার প্রি মিনসট্রুয়াল সিনড্রোম কমাতে কাজ করে। 

এ ছাড়া দইয়ের মধ্যে রয়েছে প্রো-বায়োটিক। এটি হজম ভালো করে এবং পেট ফাপা কমাতে সাহায্য করে। তাই এ সময় দই খেতে পারেন।

৩. কালো চকলেট
কালো চকলেটের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যাগনেসিয়াম। এগুলো ঋতুস্রাবের ব্যথা কমাতে কাজ করে। তাই এ সময় এই খাবারও খেতে পারেন।