কেটে যাওয়া ও রক্তপাত হওয়া : করণীয়

Looks like you've blocked notifications!
কেটে গেলে ক্ষতস্থানে একটি পরিষ্কার কাপড় ও প্যাড দিয়ে বেঁধে দেবেন। ছবি : সংগৃহীত

রক্তনালিগুলো (শিরা ও ধমনি) শরীরের এক অংশ থেকে অন্য অংশে রক্ত বহন করে। রক্তনালি কেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে রক্তপাত হয়ে থাকে। শরীর থেকে রক্তপাত হতে থাকা একটি মারাত্মক অবস্থা। দ্রুত রক্তপাত বন্ধ না করলে তা বিপজ্জনক হতে পারে।

কী করবেন

ঘরে বসেই কাটা জায়গার যত্ন নিতে পারেন। যদি—

  • ত্বকের কেবল ওপরের স্তরটা ছড়ে যায়।
  • কাটা জায়গার দুপ্রান্ত লেগে থাকে।
  • ১৫ মিনিটের মধ্যে রক্তপাত বন্ধ হয়ে যায়।

তবে সাধারণভাবে বেশ কিছু ব্যবস্থা নিতে পারেন, যেমন—

  • কেটে গিয়ে রক্তক্ষরণ হলে সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে হাত দিয়ে সামান্য চেপে ধরবেন, তাতে রক্তের প্রবাহ বোধ হবে।
  • হাত কেটে গেলে সে স্থানটি উঁচু করে ধরে রাখবেন। এ সময় রোগীকে শুইয়ে দেবেন।
  • তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকবেন।
  • ক্ষতস্থানে একটি পরিষ্কার কাপড় ও প্যাড দিয়ে বেঁধে দেবেন।

কী করবেন না

  • রক্তপাত বন্ধ করার জন্য টুরনিকেট বাঁধবেন না। চাপ দিয়ে রক্তপাত বন্ধ করবেন।
  • জীবাণুমুক্ত কাপড় বা ড্রেসিং খোঁজার জন্য সময় নষ্ট করবেন না।
  • কাচ বা অন্য কোনো কিছু ত্বকে ঢুকে তা টেনে বের করার চেষ্টা করবেন না।

কখন ডাক্তার দেখাবেন

  • কাটা স্থানটি ফাঁকা থাকলে।
  • একটানা চাপ দেওয়ার ১৫ মিনিট পর রক্তপাত বন্ধ না হলে
  • কাটা স্থানটিতে ময়লাদ্রব্য লেগে থাকলে।
  • টিটেনাস প্রতিষেধক বর্তমান সময় পর্যন্ত নেওয়া না থাকলে।

এসব কাটা স্থানে সেলাই দেওয়ার প্রয়োজন হতে পারে। আপনি শুধু হাসপাতালে নেওয়ার পথে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানটি হালকা করে চেপে ধরে রক্তপাত নিয়ন্ত্রণে রাখবেন।

আর যদি আপনার বাচ্চার মুখ কিংবা মাথা কেটে যায় এবং মাথার ওই স্থানটা ভেতরের দিকে দেবে গেছে মনে হয়, তাহলে চাপ দেবেন না। স্থানটি একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন।

প্রতিরোধ

  • ধারালো বস্তু, পাত্র, গৃহ সরঞ্জাম, যন্ত্রপাতি প্রভৃতি জিনিসপত্র বাচ্চাদের নাগালের বাইরে রাখুন।
  • বাইরে খেলাধুলার সময় বাচ্চার পায়ে জুতা পরিয়ে দিন।

লেখক : সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক ও ট্রমাটোলজি বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল