মাথাব্যথার নানা কারণ

মাথাব্যথায় ভোগেননি এমন মানুষ হয়তো পাওয়া যাবে না। সাধারণ থেকে জটিল, বিভিন্ন কারণে মাথাব্যথা হতে পারে। মাথাব্যথার কিছু সাধারণ কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে ৩০৫০তম পর্বে কথা বলেছেন ডা. রাশিফুল হক রিমন।
বর্তমানে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজের নিউরোমেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাধারণত কোন কোন কারণে মাথাব্যথা হতে পারে?
উত্তর : মাথাব্যথা খুব প্রচলিত একটি বিষয়। সাধারণত মাথাব্যথার বেশিরভাগ কারণ নিয়ে খুব দুশ্চিন্ত হওয়ার কিছু নেই। সবচেয়ে প্রচলিত যে কারণে মাথাব্যথা হয়, সেটি হলো টেনশন টাইপ হেডেক। দুশ্চিন্তাজনিত মাথাব্যথা। এ ছাড়া আরেকটি অন্যতম কারণ হলো মাইগ্রেন। এ দুটো কারণ সবচেয়ে বেশি। এ দুটো কারণে মাথাব্যথা বেশি হয়।
এ ছাড়া অনেক সময় দেখা যায় সাইনোসাইটিস, সাইনাসের সংক্রমণ অথবা কানের সংক্রমণ বা ডেন্টাল ইনফেকশন, এগুলো থেকেও মাথাব্যথা হতে পারে। এ ছাড়া কিছু কিছু রোগ রয়েছে, অনেক জটিল অবস্থা হয়, সেখান থেকেও মাথাব্যথা হতে পারে। তবে এর পরিমাণ খুব কম। মূলত টেনশন টাইপ হেডেক, মাইগ্রেন ও সাইনোসাইটিস—এ তিনটি হলো প্রধান কারণ মাথাব্যথা হওয়ার।
প্রশ্ন : ব্যথার তীব্রতা দেখে কি বোঝার কোনো উপায় রয়েছে, আসলে কী কারণে হচ্ছে মাথাব্যথা?
উত্তর : অনেক সময় রোগীর ইতিহাস দেখে আমরা মাথাব্যথার লক্ষণটা নির্ণয় করে থাকি। সবচেয়ে বেশি প্রচলিত হলো টেনশন টাইপ হেডেক। প্রত্যেকেরই যে মাথাব্যথার সাধারণত মূলত সেটাই হলো দুশ্চিন্তাজনিত মাথাব্যথা।
আমরা যদি দুশ্চিন্তায় থাকি, চাপে থাকি, মানসিক চাপে থাকি, তাহলে এই মাথাব্যথা সাধারণত হয়।