পায়ে ঘা যেসব কারণে হয়
পায়ে ঘা বিভিন্ন কারণে হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে ঘা হওয়ার একটি বড় কারণ ডায়াবেটিস। এ ছাড়া আরো কারণ রয়েছে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৫৫তম পর্বে কথা বলেছেন ডা. সাকলায়েন রাসেল। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাধারণত কী কী কারণে পায়ে ঘা হয়?
উত্তর : আসলে পায়ের ঘা না শুকালে, এই কথাটির মধ্যে একটি রহস্য রয়েছে। পায়ে তো সাধারণত ঘা হতেই পারে। সেই ঘা নির্দিষ্ট দিন পর শুকিয়ে যাবে। এটাই স্বাভাবিক। এটি যদি না শুকায়, তখনই নানা জটিলতা চলে আসে।
আমাদের দেশের পরিপ্রেক্ষিতে দেখা গেছে, যিনি ডায়াবেটিসে আক্রান্ত, তার হঠাৎ করে পায়ে ঘা হতে পারে। দেখা যায়, তিনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, ড্রেসিং করছেন। তবে সে ঘা ভালো হচ্ছে না। অথবা ডায়াবেটিস রয়েছে কিংবা নেই, তার পায়ে রক্তের প্রবাহ কম রয়েছে। তিনি ধূমপানে আসক্ত। তার প্রেশার কিংবা কোলেস্টেরল বেশি রয়েছে। তার সঙ্গে দেখা যেতে পারে, তিনি হাঁটতে গেলেন, আঙুলে হয়তো আঘাত পেলেন, একটু ঘা হলো, দেখা যাচ্ছে, সাত দিন/১০ দিন/এক মাস সেই ঘা ভালো হচ্ছে না।
আরেকটি শ্রেণি থাকে, যাদের পায়ে ঘা হয় হঠাৎ করেই। এই রোগীদের সাধারণত ভেরুকস ভেন বা আঁকাবাঁকা শিরা পায়ের ভেতরেই থাকে। দেখা যায়, তার পায়ের গোড়ালির দিকে ঘা হচ্ছে। এমনও রোগী আমি দেখেছি, যিনি ২২ বছর ঘা নিয়ে ভুগছেন।
তাই আমাদের দেশে ভাগ যেভাবে করেছি, মূলত ডায়াবেটিস যেভাবে রয়েছে, তাদের ক্ষেত্রে পায়ে ঘা হতে পারে। কিংবা যাদের রক্তে সরবরাহ কম, যাকে আমরা পায়ের ব্লক বলি, তাদের ঘা হতে পারে। এ ছাড়া একটি রয়েছে, যাকে আলসার বলি। এই তিনটি দল আমরা মূলত পেয়ে থাকি।