Beta

আঁকাবাঁকা শিরার উপসর্গ কখন দেখা দেয়?

১৬ এপ্রিল ২০১৮, ২১:৪১

ফিচার ডেস্ক

আঁকাবাঁকা শিরা হলে প্রথম দিকে তেমন সমস্যা প্রকাশ পায় না।  কয়েক বছর পর হয়তো উপসর্গগুলো দেখা যেতে থাকে।  এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য  প্রতিদিন অনুষ্ঠানের ৩০৫৮তম পর্বে কথা বলেছেন ডা. জি এম মকবুল হোসেন। বর্তমানে তিনি ইবনে সিনা হাপাতালে অনারারি চিফ ভাসকুলার সার্জন হিসেবে কর্মরত।

প্রশ্ন : উপসর্গ কখন দেখা যায়?

উত্তর : একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো উপসর্গ থাকে না। শুধু একজন মানুষকে দেখতে খারাপ লাগছে, এটি হয়। একটি পর্যায় পড়ে দেখা যায় তার পায়ে অস্বস্তি লাগে। লম্বা সময় সে দাঁড়িয়ে থাকতে পারে না। এক/ দুই মাসে এই সমস্যা হয় না। বছরের পর বছর যায়। অনেক বছর পার হলে সে অনুভব করে আমি লম্বা সময় দাঁড়িয়ে কাজ করতে পারছি না। এরপর সে অনুভব করে আমার পা ফুলে যাচ্ছে। এমনকি তার জুতা আটকে যাচ্ছে। শুধু তা নয় এক সময় দেখা যায় তার চামড়া কালো হয়ে যাচ্ছে। চামড়া শক্ত হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখা গেল এক জায়গা থেকে রক্তপাত শুরু হয়েছে। রক্ত ক্ষরণ দেখে সবাই ভয় পেয়ে যায়। এক সময় দেখা যায় চামড়ায় আলসার বা ক্ষত তৈরি হয়েছে। এই উপসর্গ নিয়ে সাধারণত আসে।

Advertisement