গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের লক্ষণ কী?
গর্ভাবস্থায় অনেকেরই উচ্চ রক্তচাপ হয়। আর উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি বাড়ায়। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৬৮তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. আয়েশা রফিক চৌধুরী। বর্তমানে তিনি জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের উপসর্গ কীভাবে প্রকাশ পায়?
উত্তর : দেখা যাবে, তাদের হয়তো ঠিকমতো ঘুম হচ্ছে না, মাথাব্যথা হচ্ছে, ঘাড় ব্যথা হচ্ছে। অনেক সময় দেখা যায় হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে। গর্ভাবস্থায় ওজন স্বাভাবিকভাবেই বাড়ে।
গর্ভাবস্থায় আমরা রোগীদের বলি অ্যান্টিনেটাল কেয়ারে যেতে হবে। রোগী যে চিকিৎসকের কাছেই যান, সে চিকিৎসকই রোগীর পালস, রক্তচাপ, ওজন এই তিনটি জিনিসের প্রতি খুবই গুরুত্ব দেন। সে থেকে তারা ধারণা পেয়ে যাবেন। স্বাভাবিকভাবে থাকার কথা ১২০/ ৮০। সেই ক্ষেত্রে যদি দেখা যায় বেড়ে সেটা ১২০/ ৯০ এর ওপরে চলে গেছে, তাহলে মাপলেই বোঝা যাচ্ছে। আর ২০ সপ্তাহের পরে যেটি আসে সেটি জেসটেশনাল হাইপারটেনশন।