গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ থেকে প্রি একলামসিয়ার ঝুঁকি
গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ থেকে একলামসিয়া বা প্রি একলামসিয়ার ঝুঁকি বাড়ে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৬৮তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. আয়েশা রফিক চৌধুরী।
বর্তমানে তিনি জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কি একলামসিয়া বা প্রি একলামসিয়া বেড়ে যায়?
উত্তর : কিছুটা বাড়ে। সে জন্য তাদের যাওয়ার পর আমরা রক্তের পরীক্ষা করি। প্রস্রাব পরীক্ষা করি। এগুলো পরীক্ষা করলে আমাদের ধারণা পরিষ্কার হয় যে তার কি প্রি একলামসিয়া, একলামসিয়া না কি উচ্চ রক্তচাপ।
প্রশ্ন : যদি দেখেন প্রি একলামসিয়া বা একলামসিয়ার কাছাকাছি চলে গেছে তখন আপনাদের ব্যবস্থাপনা কী থাকে?
উত্তর : সেই রোগীগুলো কার্ডিওলজিস্টদের কাছে আসে না। অবসটেটিশিয়ানের কাছে থাকে। আমরা যারা কার্ডিওলজি বিভাগে কাজ করি, আমরা যেই রোগীগুলো ডিল করি, সাধারণত দেখা যায় তাদের প্রেশার বেশি থাকে। পেরিপারটাম কার্ডিওমায়োপ্যাথি, যেখানে হার্টের কার্যক্রম কমে যায়। শ্বাসকষ্ট হয়। এই রোগীগুলো আমরা সাধারণত পাই। রক্তশূন্যতার কারণে এনিমিক হার্ট ফেইলিউর। এই রোগীগুলোও সাধারণত আমাদের কাছে আসে।
প্রশ্ন : কীভাবে ব্যবস্থাপনা করেন তাদের?
উত্তর : আমাদের দেশে তো গর্ভাবস্থায় রক্তস্বল্পতা হয়। কারণ, আমাদের রোগীরা বেশিরভাগ সময় ভারাসাম্যপূর্ণ খাবার গ্রহণ করে না। সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকে কীভাবে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো যায়। খুব বেশি কমে গেলে তখন একটু রক্ত দিতে হয়। আর না হলে খাবার দিয়ে পূরণ করা যায়। যেমন আয়রন, ফলিক এসিড বা ভিটামিন বি কমপ্লেক্স দেই।