মৃগী রোগের ঝুঁকি বাড়ায় যেসব কারণ
মৃগী বা এপিলেপসি প্রচলিত রোগ। কিছু কারণ রয়েছে যেগুলো এই রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৭৫তম পর্বে কথা বলেছেন ডা. মিজানুর রহমান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত।
প্রশ্ন : মৃগী রোগের ঝুঁকি বাড়ায় কোন কারণ?
উত্তর : বংশগত একটি কারণ থাকে। তার পরিবারে পূর্ব পুরুষের কারো এই রোগটি ছিল, তাদের হওয়ার আশঙ্কা বেশি থাকে। অথবা তার মস্তিষ্কে জন্মগতভাবে কোনো ত্রুটি রয়েছে, তার মস্তিষ্কের বৃদ্ধি ঠিকমতো হয়নি, তারও হতে পারে, অথবা কারো হয়তো মেনিনজাইটিস বা এনকাফাইলিস হয়েছিল, সেখান থেকে হতে পারে, অথবা কারো মস্তিষ্কের টিউমার হয়েছিল, সেখান থেকে একটা ক্ষত হয়ে গেল, সেখান থেকে হতে পারে। অথবা মস্তিষ্কে কোনো একটি আঘাত হলো সেখান থেকে ক্ষত হলো, এর কারণে হতে পারে। এই সব সংক্রমণ, ট্রমা, মস্তিষ্কের টিউমার এগুলো থেকে ক্ষত হবে, ক্ষত জায়গা থেকে বিশেষ করে বিদ্যুতের মতো চমকাতে থাকে। সেখান থেকে প্রবণতা বেশি হয়।
আর কিছু থাকে সম্পূর্ণ স্বাভাবিক। কোনো সমস্যা থাকবে না। তাদের আমরা মনে করি বংশগতভাবে এসেছে।