সাইনোসাইটিস কী?

Looks like you've blocked notifications!

সাইনোসাইটিসের সমস্যায় অনেকেই ভোগেন। সাইনোসাইটিস মূলত কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৮২তম পর্বে কথা বলেছেন ডা. মনজুরুল আলম। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইএনটি ও হেডনেক সার্জারি বিভাগের ইউনিট প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন :  সাইনোসাইটিস বলতে আমরা কী বুঝি?

উত্তর : সাইনোসাইটিস একটি প্রচলিত অবস্থা। সাইনোসাইটিসে ভোগে না বা মাথাব্যথায় ভোগে না এমন লোক পাওয়া খুবই বিরল। প্রায়ই সাইনোসাইটিসে সবাই ভোগে বা মাথাব্যথায় আক্রান্ত হয়। সাইনোসাইটিসের সঙ্গে মাথাব্যথার একটি নিবিড় সম্পর্ক।

নাকের দুই পাশে ছয়টি গহ্বর রয়েছে। এগুলো সাধারণ বাতাস দিয়ে পূর্ণ থাকে। এগুলোর যদি প্রদাহ হয়, তাকেই আমরা বলি সাইনোসাইটিস। সাইনোসাইটিসে সাধারণত নাক বন্ধ বন্ধ ভাব, মাথাব্যথা শুরু হওয়া, নাক দিয়ে নিশ্বাস ফেলতে কষ্ট হওয়া এ ধরনের সমস্যা হয়। এ ছাড়া দেখা যাচ্ছে, কপালে ব্যথা হয় বা কাজে অমনোযোগী হয়ে পড়ে, খিটখিটে স্বভাব হয়ে দাঁড়ায়। কর্মক্ষেত্রে অমনোযোগী, কর্মক্ষেত্রে অনেক সময় তার নষ্ট হয়ে যায়।