সাইনোসাইটিসে আক্রান্ত হয় কারা?
সাধারণত স্যাঁত স্যাঁতে আবহাওয়ায় যারা থাকেন, তাদের সাইনোসাইটিস হওয়ার আশঙ্কা বেশি হয়। এ ছাড়া আরো কিছু বিষয় একজন মানুষকে সাইনোসাইটিসে আক্রান্ত করতে পারে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৮২তম পর্বে কথা বলেছেন ডা. মনজুরুল আলম। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইএনটি ও হেডনেক সার্জারি বিভাগের ইউনিট প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন :সাইনোসাইটিসে আক্রান্ত হয় কারা? কোনো বিশেষ কারণে কি এটি হতে পারে?
উত্তর : যদি স্যাঁত স্যাঁতে আবহাওয়ায় তারা বসবাস করে, যেখানে বাতাস চলাচল কম হয়, সেখানে যারা বসবাস করে তাদের হতে পারে। এ ছাড়া ঠান্ডা, অ্যালার্জি জাতীয় খাবার যারা বেশি খায় তাদের এটি হতে পারে। নাক বা গলার ইনফেকশনগুলোও সাইনাসে চলে আসতে পারে।