আর্সেনিক বিষক্রিয়ায় করণীয়
আর্সেনিক বিষক্রিয়ায় অনেকেই আক্রান্ত হন। সঠিক সময়ে চিকিৎসা না নিলে সমস্যা মারাত্মক আকার ধারণ করতে পারে। এ সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।
- প্রথমত, চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
- পুকুরের পানি ফুটিয়ে, ফিটকিরি দিয়ে থিতিয়ে পান করবেন।
- রান্নার কাজেও পুকুর বা নদীর পানি ফুটিয়ে ও ফিটকিরি দিয়ে থিতিয়ে ব্যবহার করবেন।
- হাত-মুখ ধোয়া কিংবা গোসলে, অজুর জন্য আর্সেনিকযুক্ত পানি ব্যবহারে তেমন অসুবিধা নেই।
কী করবেন না
- কোনোক্রমেই আর্সেনিক বিষক্রিয়াযুক্ত টিউবওয়েলের পানি পান করবেন না।
- বিষয়টি কোনোক্রমেই হালকাভাবে নেবেন না। কারণ আর্সেনিক বিষক্রিয়া ধীরগতিতে হয় এবং পরিণতি খুবই মারাত্মক।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।