কোলোরেক্টাল ক্যানসার কী?
কোলোরেক্টাল ক্যানসারে রোগী আক্রান্ত হওয়ার কথা আমরা প্রায়ই শুনি। কোলোরেক্টাল ক্যানসার কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৮৫তম পর্বে কথা বলেছেন ডা. হাসান শাহরিয়ার কল্লোল। বর্তমানে তিনি ঢাকার প্রেসক্রিপশন পয়েন্টে সার্জিক্যাল অনকোলজি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোলোরেক্টাল বলতে শরীরের কোন অংশকে বুঝায়?
উত্তর : কোলোরেক্টাল হলো, আমাদের যে খাদ্যনালি, মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত, এই পুরো যে লম্বা একটি পথ, এই পথের একটি অংশ হলো কোলোন ও রেক্টাম। অর্থাৎ আমাদের পাকস্থলি এরপর ক্ষুদ্ন্ত্র এরপর বৃহদান্ত্র। এই বৃহদান্ত্র হলো কোলোন ও রেক্টাম। অর্থাৎ খাবার যখন হজম হয়ে গেল, হয়ে যাওয়ার পরে সর্বশেষ যে অবশেষগুলো সেটাকে মল হিসেবে তৈরি করার যে পথ, একেই আমরা বড় অংশ বলি, একে বলা হয় কোলোন ও রেক্টাম। কারণ, এর আগেই মোটামুটি হজমের মূল কাজটি হয়ে যায়। রেক্টামকে আমরা মূলত মলাশয় বলি। কোলোন ও রেক্টামের ক্যানসারকে আমরা বলি কোলোরেক্টাল ক্যানসার।