ম্যানিনজাইটিস কি পুনরায় হয়?

Looks like you've blocked notifications!

ম্যানিনজাইটিস হলো মস্তিষ্কের আচ্ছাদনের প্রদাহ। এটি একবার হলে পুনরায় হওয়ার আশঙ্কা থাকে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৮৮তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ ওয়াহিদুর রহমান। বর্তমানে তিনি ডেল্টা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : ম্যানিনজাইটিস একবার সেরে গেলে কি পুনরায় হতে পারে?

উত্তর : সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসা হয়, তাহলে তো ভালো হয়ে যায়। কিন্তু যদি সিদ্ধান্ত নিতে দেরি হয়, ওষুধ প্রয়োগ ঠিক মতো না হয়, রোগ নির্ণয় না হয়, তাহলে এর জটিলতা থেকে যায়। একে ডাক্তারি ভাষায় বলে সিকুলি। সিকুলিগুলোর মধ্যে স্নায়ু প্যারালাইসিস হতে পারে। তাদের কানে শোনার অসুবিধা হতে পারে। চোখে দেখার সমস্যা হতে পারে। ঢোক গিলতে অসুবিধা হতে পারে। কথা বলতে অসুবিধা হতে পারে। কথা অস্পষ্ট হতে পারে, জড়িয়ে যেতে পারে। এ ছাড়া হাত ও পা প্যারালাইসিস হয়ে যেতে পারে। খিঁচুনি হতে পারে। তার প্রস্রাব-পায়খানার নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যেতে পারে। অজ্ঞান হয়ে গেলে অনেক দিন ধরে জ্ঞান ফিরল না, এ রকম হয়ে যেতে পারে। এ ধরনের জটিলতা বেশি। সবচেয়ে শেষ পর্যায়ে যেটা, সেটা হলো যদি শেষ পর্যায়ে চলে যায়, তাহলে মরেও যেতে পারে।