শ্বাসকষ্টের কারণ কী?
বিভিন্ন কারণে একজন মানুষের শ্বাসকষ্ট হতে পারে। শ্বাসকষ্টের কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৯৮তম পর্বে কথা বলেছেন অধ্যাপক এ কে এম মোস্তফা হোসেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের বক্ষব্যাধি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : বাংলাদেশের প্রেক্ষাপটে শ্বাসকষ্টের প্রধান কারণগুলো কী?
উত্তর : প্রধান কারণ অনেকগুলো হতে পারে। তার মধ্যে আসল হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা। একে আমরা বাংলাতে হাঁপানি বলি। দুই নম্বর হলো নিউমোনিয়া, তিন নম্বর হলো ফুসফুসে পানি জমে যাওয়া। চার নম্বর হলো ফুসফুসে ক্যানসার। এ ছাড়া হার্টের অনেক কারণ রয়েছে। হার্টের রোগ থেকে অনেক সময় শ্বাসকষ্ট হয়। এরপর নেফ্রটিক সিনড্রম বা কিডনির কারণ থেকে শ্বাসকষ্ট হতে পারে। এরপর মেটাবলিক অনেক কারণ রয়েছে, সেগুলো থেকে হতে পারে। ইন্টেগ্রিয়াল প্রেশার থেকে শ্বাসকষ্ট হতে পারে। বিভিন্ন আঘাত পেলে এর থেকেও শ্বাসকষ্ট হতে পারে। এগুলো মোটামুটি প্রচলিত। অনেকের দেখা গেল হঠাৎ চিংড়ি মাছ খেল, ইলিশ মাছ খেল, তার ভীষণ শ্বাসকষ্ট আরম্ভ হলো। আবার অনেকে হয়তো খারাপ খবর শুনলো, দুর্ঘটনা ঘটলো সামনে, এগুলো থেকেও শ্বাসকষ্ট হতে পারে। নার্ভের দুর্বলতার জন্য শ্বাসকষ্ট হতে পারে।