চোখে ময়লা ঢুকলে করণীয়
অনেক সময় অসতর্কতাবশত চোখে ময়লা ঢোকে। চোখে ময়লা ঢুকলে করণীয় বিষয়ে আজকের আলোচনা।
- নিজের চোখই হোক আর অন্যের চোখ, চোখ স্পর্শ করার আগে সাবান নিয়ে হাত ধুয়ে দিতে হবে। এতে চোখের ইনফেকশন হওয়ার ঝুঁকি কমে যায়।
- চোখে কোনো পোকামাকড় কিংবা বস্তুকণা ঢুকে পড়লে বারবার চোখে পলক কাটতে হবে। এতে বাহ্যিক বস্তুটি এমনিতেই চোখ থেকে বেরিয়ে আসতে হবে।
- চোখ যদি পোকামাকড় কিংবা অনাহুত বস্তুটিকে বের করে দিতে না পারে, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে কিংবা কারো সাহায্য নিয়ে একটি কাজ করা যেতে পারে।
- আক্রান্ত চোখের পাতাটির পাপড়ির প্রান্তটি ধরে উক্ত পাতাটিকে ওপরের দিকে ওঠাতে হবে।
- তারপর খোঁজাখুঁজির জন্য আলোর প্রয়োজন হবে। কাঙ্ক্ষিত সেই বস্তুটিকে দেখামাত্র পরিচ্ছন্ন রুমালের কোনা দিয়ে তা বের করে আনার চেষ্টা করতে হবে। এই কাজটি খুবই হালকা ও সতর্কভাবে করা বাঞ্ছনীয়।
- তবে চোখের মণি কিংবা চোখের সাদা অংশের ওপর গভীরভাবে গেথে কোনো কিছু আটকে থাকলে সে ক্ষেত্রে বস্তুটিকে বের করার চেষ্টা করবেন না।
- চোখের যন্ত্রণা সৃষ্টিকারী সেই বস্তুটিকে খুঁজে না পেলে চোখের ওপরের পাতাকে পাপড়ির প্রান্ত থেকে ধরে নিচের পাপড়ির ওপর উঠিয়ে ছেড়ে দিন।
- এতে কোনো কাজ না হলে রোগীকে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে পাঠিয়ে দিতে হবে। কাছাকাছি কোনো চক্ষু বিশেষজ্ঞ থাকলে তার কাছেও যেতে পারেন।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।