‘ব্রণের দাগ আস্তে আস্তে চলে যায়’

Looks like you've blocked notifications!

ব্রণ হওয়ার পর অনেকের মুখে দাগ হয়ে যায়। আর এ নিয়ে অস্বস্তিতে থাকেন অনেকে। ব্রণের দাগের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১০৪তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. আহম্মদ আলী। তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন।

প্রশ্ন : ব্রণের দাগ দূর করতে চিকিৎসা কী?

উত্তর : আসলে যে কারণে সমস্যাগুলো হচ্ছে সেটা দাগই হোক, ফুটোই হোক, যে কারণেই হচ্ছে, ব্রণের চিকিৎসাটা আগেই দরকার। আগে বন্ধ করা দরকার। রোগটা চলতে থাকলে তো দরকার নেই। আগে রোগ বন্ধ করা দরকার। তাই আগে ব্রণটা বন্ধ করতে হবে। দাগ আস্তে আস্তে আসলে চলেও যায়। কিন্তু ফুটো বা গর্ত হয়ে গেলে সেটি সমান করা অত্যন্ত জটিল। এই জন্য চিকিৎসা ভালো মতো করলে তাদের এই সমস্যা থাকে না খুব একটা। খাবারের নির্দিষ্ট কোনো প্রভাব নেই।

অনেকে মনে করেন আমরা যে তৈলাক্ত খাবার খাই, সেটিই ত্বক দিয়ে বের হয়। একেক জনের ত্বক একটি নির্দিষ্ট ধাঁচের, ধরনের। তাই তৈলাক্ত খাবার খেলে ত্বক তৈলাক্ত হয় না।