Beta

শিশুর সর্দি- কাশি হলে করণীয়

০১ জুন ২০১৮, ২৩:৪০ | আপডেট: ০১ জুন ২০১৮, ২৩:৪৩

ফিচার ডেস্ক

কখনো বৃষ্টি, কখনো গরম -এই আবহাওয়ায় শিশুদের সর্দি কাশি লাগার একটি প্রবণতা থাকে।  শিশুদের সর্দি- কাশিতে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১০৩তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : যদি সাধারণ ঠান্ডা, কাশি, সর্দি থাকে, সেই ক্ষেত্রে কী করণীয় ? বাবা- মা তখন কী করবেন?

উত্তর : আসলে বাচ্চাদের অ্যালার্জির সমস্যা অনেক বেশি। বাইরে হয়তো বৃষ্টি হচ্ছে, তবে অ্যালার্জি জনিত কারণে ওদের নাক দিয়ে পানি পড়ছে। আবার গরমে নাক দিয়ে পানি পড়ছে। ঘামছে নাক দিয়ে পানি পড়ছে। এই জন্য বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খোলামেলা আবহাওয়ায় রাখার জন্য বলব। আর যেন শুকনো কাপড়, পরিষ্কার কাপড়, সুতির কাপড় পরানো হয়। আর শিশু ঘেমে গেলে যেন শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দেয়া হয়।

Advertisement