ফুসফুসের পানি দূর করতে করণীয়

Looks like you've blocked notifications!

সাধারণত নিউমোনিয়ার কারণে ফুসফুসে পানি আসার সমস্যা হয়। তবে যক্ষ্মা, ক্যানসার ইত্যাদি সমস্যায়ও ফুসফুসে পানি আসতে পারে। এ সমস্যা সমাধানে ভালো মানের চিকিৎসা বাংলাদেশে রয়েছে।  

ফুসফুসের পানি দূর করতে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১১২তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. এ কে এম মোস্তফা হোসেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের বক্ষব্যাধি বিভাগের প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : ফুসফুসে পানি জমেছে, বিষয়টি আপনারা নিশ্চিত হন কীভাবে?

উত্তর : এগুলো খুব সহজ উপায়। গ্রামে যেখানে কোনো এক্স-রে নেই, সেখানে একটু সুই দিয়ে টান দিলে পানিটা বের হয়ে আসে। আর শহরে তো অনেক সুবিধা রয়েছে। যেমন আলট্রাসনোগ্রাম। এটি খুব স্পর্শকাতর। আলট্রাসনোগ্রামে সামান্য পানি থাকলেও এটি আসে। এক্স-রে করলে ফুসফুসে পানি থাকলে সেটিও আসবে। আরো অনেক বড় পরীক্ষা রয়েছে। যেমন—সিটি স্ক্যান। সেটি দরকার নেই। সাধারণত এক্স-রে করলে রোগ নির্ণয় হয়ে যায়। আর যেখানে এই সুযোগ নেই, সেখানে টান দিলে পানি আসে।  

এর মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা রয়েছে, বায়োলোজিক্যাল পরীক্ষা রয়েছে। এগুলো করলে বোঝা যাচ্ছে যে এটি কী কারণে হচ্ছে। নিউমোনিয়ার কারণে হচ্ছে, নাকি অন্য কোনো কারণে হচ্ছে। বেশি পানি হলে এটি বের  করতে হয়। পানি বের করার অনেক সহজ পদ্ধতি রয়েছে আজকাল। আর যদি অনেক বেশি পানি থাকে, তাহলে এটি আগেই বের করতে হবে।

প্রশ্ন : সামগ্রিকভাবে এর ব্যবস্থাপনা কীভাবে করেন?

উত্তর : প্রথম কাজ হলো পানি বের করা। আর যদি নিউমোনিয়া হয়ে থাকে, তাহলে নিউমোনিয়ার চিকিৎসা করা। টিউবার কলোসিস হলে, এর চিকিৎসা দিতে হয়। ফুসফুসে এপসেস হলে এর চিকিৎসা দিতে হবে। আর যদি এটি ব্রঙ্কোজনিক কারসিনোমা বা ক্যানসার থেকে হয়, তাহলে ক্যানসারের চিকিৎসা দিতে হবে। হার্ট ফেইলিউর হলে এর চিকিৎসা দিতে হবে। অর্থাৎ কী কারণে সমস্যা হচ্ছে, এটি বুঝে চিকিৎসা দিতে হবে।