পানির সংস্পর্শে হাতের চামড়া কুঁচকে গেলে করণীয়
রান্না, কাপড় কাচা, বাসন ধোয়া ইত্যাদি কাজে আমাদের হাত পানির সংস্পর্শে আসে। বেশি পানির সংস্পর্শে এলে হাতের চামড়া অনেক সময় কুঁচকে যায়। আর এতে হাতের সৌন্দর্যহানি ঘটে। তবে কিছু বিষয় খেয়াল রাখলে এ সমস্যা সমাধান করা যায়।
কী করবেন
- প্রতিবার হাত ভেজানোর পর হাত সঙ্গে সঙ্গে মুছে ফেলবেন। হাত পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই সেখানে ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করবেন। ময়েশ্চারাইজার হিসেবে গ্লিসারিনও ভালো কাজ করে।
কী করবেন না
- পারতপক্ষে বারবার হাত ভেজাবেন না।
- দীর্ঘ সময় পানিতে হাত ভিজিয়ে রাখবেন না। এবং সব সময় হাত সাবান দিয়ে ধোবেন না।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।