আক্কেল দাঁতের সংক্রমণ প্রতিরোধে পরামর্শ
আক্কেল দাঁতে অনেক সময় সংক্রমণ হয়। আক্কেল দাঁতের সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১০৬তম পর্বে কথা বলেছেন ডা. মো. সাইফুল আজম রনজু। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ইনফেকশন যাতে না হয়, সেই ক্ষেত্রে পরামর্শ কী?
উত্তর : যদি দাঁত আসা শুরু করে রোগীর ওই জায়গাগুলো ব্রাশ করা উচিত, যাতে সেখানে কোনো খাদ্যকণা জমে না থাকে। কারণ, খাদ্যকণা জমে জমে মাড়ি বা হাড়ের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। সংক্রমণ কখনো কখনো এত ভয়াবহ হয় যে গাল ফুলে যায়। অনেক সময় পুঁজ হয়ে হয়ে কানের ওপর চলে যায়। তখন জিনিসটা জীবনঘাতী হয়ে যায়।