অ্যালার্জির চিকিৎসায় করণীয়

Looks like you've blocked notifications!

অ্যালার্জি বেশ প্রচলিত সমস্যা। বিভিন্ন কারণে অ্যালার্জি হয়। অ্যালার্জির চিকিৎসায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১১৮তম পর্বে কথা বলেছেন ডা. তাওহীদা রহমান ইরিন। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেলের ডার্মাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : অ্যালার্জির চিকিৎসায় আপনারা কী করেন? বিভিন্ন ক্ষেত্রে কি চিকিৎসার ধরন পাল্টে যায়?

উত্তর : একটি রোগী এলে আমরা দেখি, একটা রোগী কি নিয়ে এলো, তাকে আমরা কীভাবে দেখলাম। প্রথমত আমরা বের করলাম, তার কী কারণে অ্যালার্জি। কখনো র‍্যাশ হতে পারে, কখনো নাক দিয়ে পানি পড়তে পারে। একে রাইনাইটিস বলি। পুরো শরীর ফুলে যেতে পারে। জীবনঘাতী অবস্থাতেও চলে যেতে পারে। অ্যালার্জির চিকিৎসা হওয়া উচিত হলিস্টিক পদ্ধতিতে। এখন আমাদের দেশে ওয়েলনেস রিজেনারেটিভ সেন্টার রয়েছে। আমি মনে করি সেভাবে আমরা অ্যালার্জির চিকিৎসা করব। এ জন্য আমি দর্শকদের উদ্দেশে একটি কথা বলছি। সেটি হলো ‘সেফ’। ‘এস’ হলো সিট ফর ইউর মেডিকেল প্রফেশনাল। যখনই কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হবে, আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। ‘এ’ তে হলো আপনার কী কী অ্যালার্জেন রয়েছে, সেগুলো বের করা। ‘এফ’ তে নিয়মিত ফলোআপ। আমার একবার অ্যালার্জি হলো, আমি ফলোআপে যাব না, সেটি নয়। আর শেষে ‘ই’ তে হচ্ছে ইফেকটিভ ম্যানেজমেন্ট। ‘এফ’ এ হচ্ছে প্রিভেনশন বা প্রতিরোধ।