কোমরের হাড় ভাঙলে কী করবেন
ওপর থেকে পড়ে গেলে কিংবা চলমান গাড়ির ধাক্বায় কোমরের হাড় ভাঙতে পারে। কোমরের হাড় ভাঙা রোগীর জন্য চরম বিপজ্জনক অবস্থা। এ ক্ষেত্রে রোগীর মূত্রথলি ও মূত্রনালি ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ আশঙ্কা থাকে। রোগীর কোমরের হাড় ভেঙেছে বলে সন্দেহ হলে যা করতে হবে :
- রোগীকে চিৎ করে দুই পা সোজা রেখে শোয়ান।
- রোগী যাতে নড়াচড়া না করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
- রোগীর হাঁটুর নিচে বালিশ দিয়ে অতঃপর পা দুটিকে অল্প ভাঁজ করে সামান্য উঁচু করে রাখুন এবং হাঁটু দুটিকে কিছুটা ফাঁকা রাখার জন্য মাঝখানে তুলোর প্যাড রাখুন।
- রোগীর কটির নিচের অংশ এবং দুই গোড়ালি একটি রোলার ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখুন।
- অতঃপর রোগীকে শক্ত স্ট্রেচারে কিংবা কাঠের তক্তায় শুইয়ে হাসপাতালে নিয়ে চলুন। হাসপাতালে নেওয়ার সময় রোগী যাতে নড়াচড়া করতে না পারে, সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে রোগীর কোমরের দুপাশে দুটো বালিশ রাখুন।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।