ডেঙ্গুর চিকিৎসা সঠিক সময়ে না হলে জটিলতা কী?
ডেঙ্গুর চিকিৎসা সঠিক সময়ে না হলে বিভিন্ন জটিলতা হয়। ডেঙ্গুর জটিলতার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৩২তম পর্বে কথা বলেছেন ডা. কামাল সৈয়দ আহমেদ চৌধুরী। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সঠিক সময়ে চিকিৎসা করা না হলে ডেঙ্গু জ্বরের ঝুঁকি কতখানি রয়েছে?
উত্তর : অবশ্যই ঝুঁকি রয়েছে। আপনি জানেন যে ডেঙ্গু রোগে রোগী মারাও যেতে পারে। মারা যায় দুটো কারণে। একটি হলো প্লাটিলেট বা অনুচক্রিকা নামে উপাদান রয়েছে মানুষের শরীরে, সেটি ভীষণমাত্রায় কমে যায়। যখন বেশি কমে যায়, তখন রোগীর বিভিন্ন জায়গা দিয়ে রক্তপাত হতে পারে। নাক থেকে রক্তপাত হতে পারে, মুখ থেকে রক্তপাত হতে পারে। প্রস্রাবের রাস্তায় রক্তপাত হতে পারে। পায়খানার রাস্তায় রক্তপাত হতে পারে। ঋতুস্রাবের ব্লিডিং অনেক হতে পারে। চোখে রক্তপাত হতে পারে। অন্ধ হয়ে যেতে পারে। মস্তিষ্কে রক্তপাত হলে স্ট্রোক হয়ে যেতে পারে। হার্টে রক্তপাত হলে মারা যেতে পারে। ফুসফুসে রক্তপাত হলে মারা যেতে পারে। তাহলে কী করতে হবে? অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গুতে রক্তপাত ছাড়াও পানির পরিমাণ কমে যায়। পানির পরিমাণ যখন কমে যায়, তখন রোগীর প্রেশার কমে যায়। প্রেশার কমে গেলে রোগী শকে চলে যেতে পারে। আর শকে না গেলেও রোগীর প্রস্রাবের মাত্রা কমে যাবে। মৃত্যুঝুঁকি রয়েছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।