জরায়ুমুখের ক্যানসারের লক্ষণ কী?

Looks like you've blocked notifications!

নারীদের ক্যানসারের মধ্যে জরায়ুমুখের ক্যানসার অন্যতম। অস্বাভাবিক রক্তপাত, দুর্গন্ধযুক্ত স্রাব জরায়ুমুখের ক্যানসারের লক্ষণ।

জরায়ুমখের ক্যানসারের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৪৭তম পর্বে কথা বলেছেন ডা. রাইসা সুলতানা। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের প্রসূতি ও ধাত্রী বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : জরায়ুমুখের ক্যানসারের শুরু দিকে কোনো লক্ষণ প্রকাশ পায় কী?

উত্তর : জরায়ুমুখের ক্যানসার প্রাথমিক অবস্থায় বা পরে কোনো অগ্রবর্তী অবস্থায় গেলেও আমরা বুঝতে পারি, তার হয়তো এমন কিছু একটা সমস্যা দেখা দিচ্ছে। তবে পরীক্ষার মাধ্যমেই রোগ নির্ণয় করতে হবে।

প্রাথমিক যেই সমস্যাগুলো দেখা দেয়, যেমন দুর্গন্ধযুক্ত স্রাব, কখনো কখনো সহবাসের পর অস্বাভাবিক রক্তপাত বা একজন বয়স্ক নারী, যার মেনোপজ (দীর্ঘমেয়াদি ঋতুস্রাব বন্ধ হওয়া) হয়েছে, এরপর তার ভ্যাজনাইনাল রক্তপাত হলো- এই সব বিষয় দেখে আমরা প্রাথমিকভাবে কিছুটা ধারণা করতে পারি। তবে রোগ নির্ণয় করতে হবে খুব পরিকল্পিতভাবে।