জরায়ুমুখের ক্যানসার কোন বয়সে বেশি হয়?
জরায়ুমুখের ক্যানসার যেকোনো বয়সে হতে পারে। তবে সাধারণত ৩৫ থেকে ৪০ বছরের নারীদের এই ক্যানসারের ঝুঁকি বেশি থাকে।
জরায়ুমুখের ক্যানসারের বিভিন্ন বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৪৭তম পর্বে কথা বলেছেন ডা. রাইসা সুলতানা। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের প্রসূতি ও ধাত্রী বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকিগুলো কী?
উত্তর : এটি একটি যৌন সম্পর্কিত রোগ। একাধিক যৌনসঙ্গী, বাল্য বিবাহ-এগুলোর কারণে জরায়ুমুখের ক্যানসার হয়। আর একটি খুব ঘাতক ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস- এর সংক্রমণও একটি প্রধান কারণ।
প্রশ্ন : কোন বয়সের নারীরা জরায়ুমুখের ক্যানসারে বেশি আক্রান্ত হয়?
উত্তর : আসলে কম-বেশি সব বয়সের নারীরাই এই রোগে আক্রান্ত হয়। তবে ৩৫ থেকে ৪০ বছর বয়সের মধ্যে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।