বাত রোগ হলে করণীয়
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের মতে, ৬৫০ বা তারও বেশি বাত রোগ রয়েছে। বাত রোগ হলে শরীরে বিভিন্ন উপসর্গ তৈরি হয়। ওজন কমে যেতে পারে, জ্বর জ্বর অনুভূতি হতে পারে, চামড়ায় লাল লাল দাগ, কোমর ব্যথা, গিরা ফুলে যাওয়ার সমস্যা হতে পারে।
বাত রোগের চিকিৎসায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৪৫তম পর্বে কথা বলেছেন ডা.ফয়সাল আহমেদ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের রিউমাটোলজি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বাত রোগ হলে করণীয় কী? কীভাবে আমরা এটি থেকে পরিত্রাণ পেতে পারি?
উত্তর : আসলে বাত রোগ যেহেতু একটি জটিল রোগ, তাই কোনো উপসর্গ যদি একটি রোগী বুঝতে পারে, তাহলে সবচেয়ে ভালো হয় কাছের কোনো রিউমাটোলজিস্ট বা বাতব্যথা বিশেষজ্ঞের কাছে গেলে। যখন এই ধরনের রোগী আসে তাদের লক্ষণ অনুযায়ী আমরা কিছু পরীক্ষা করাই, ওই বাত রোগ অনুযায়ী। এরপর বাত রোগ ধরার পর আমরা বাত রোগের চিকিৎসা শুরু করি।
প্রশ্ন : অনেকে হয়তো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারবেন না, তাদের জন্য কী করণীয়?
উত্তর : এই ক্ষেত্রে ধারের কাছে একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখাতে পারেন। উনি যদি মনে করেন, তাহলে রিউমাটোলজিস্টের কাছে রেফার করতে পারবেন।