শিশুদের কোষ্ঠকাঠিন্যের কারণ কী

Looks like you've blocked notifications!

কোষ্ঠকাঠিন্য একটি প্রচলিত সমস্যা। অনেক শিশুকেই এই সমস্যায় ভুগতে দেখা যায়। কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণ কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৫৪তম পর্বে কথা বলেছেন ডা. সাইদুর রহমান। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : শিশুদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ কী?

উত্তর : মূলত কোষ্ঠকাঠিন্য খাবারের অভ্যাসের ওপর নির্ভর করে, টয়লেট ট্রেনিংয়ের ওপর নির্ভর করে। খাবারের মধ্যে যদি যথেষ্ট পরিমাণে ফল, সবজি না থাকে, তাহলে কোষ্ঠকাঠিন্য হওয়ার আশঙ্কা খুব বেশি হয়।

প্রশ্ন : কোষ্ঠকাঠিন্য কেন হচ্ছে সেটি বোঝার কি কোনো উপায় রয়েছে?

উত্তর : সবজি না খাওয়া,পানি কম পান করার কারণে হতে পারে। সঠিক টয়লেট ট্রেনিংয়ের অভাবে হতে পারে। কিন্তু পরে যদি দেখা যায় বিভিন্ন ওষুধ দিয়েও ভালো হচ্ছে না, আমরা শিশুর অন্যান্য শারীরিক উপসর্গ দেখব। চিন্তা করব, তার হাইপোথাইরয়েডিজম থাকতে পারে। সমস্যাটি থাকলে হরমোন পরীক্ষা করলে ধরা পড়ে যাবে। এ ছাড়া অ্যাড্রোনোকর্টিয়াল ইনসাফিসিয়েন্সির জন্য অনেক সময় হতে পারে। করটিসল হরমোনও পরে আমরা পরীক্ষায় আনতে পারি।