কোষ্ঠকাঠিন্য থেকে যেসব জটিলতা হয়
কোষ্ঠকাঠিন্য থেকে পেট ব্যথা, এনাল ফিসার ইত্যাদি সমস্যা হতে পারে। কোষ্ঠকাঠিন্যের জটিলতার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৫৪তম পর্বে কথা বলেছেন ডা. সাইদুর রহমান। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের শিশু বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোষ্ঠকাঠিন্য থেকে এনাল ফিসার হয়। এ ছাড়া কী কী জটিলতা হতে পারে?
উত্তর : বেশিরভাগ বাচ্চা যে সমস্যা নিয়ে আসে, সেটি হলো পেটে ব্যথা। মাঝেমধ্যেই তার পেটে ব্যথা করবে। পেটে ব্যথা করবে এবং চিকিৎসকের কাছে আসবেই পেটে ব্যথা বলে। তখন মা-বাবাকে জিজ্ঞেস করলে পাওয়া যায় তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে। দেখা যায় বাচ্চা তিন চার দিনও পায়খানা করে না। সেই সময় সাধারণত খাবার, পথ্যের বিষয়টি বলে থাকি। কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলো আমরা প্রয়োগ করে থাকি। যেমন স্টুল সফটনার রয়েছে। সেটা দিলে পায়খানাটা নরম হবে। তারপর ওষুধ দেওয়া যেতে পারে।