Beta

প্রি-একলামসিয়া ও একলামসিয়ার লক্ষণ

১০ আগস্ট ২০১৮, ১৫:২৭

ফিচার ডেস্ক

গর্ভাবস্থায় অনেকে প্রি-একলামমিয়া, একলামসিয়ার সমস্যায় ভোগেন। প্রি-একলামসিয়া, একলামসিয়ার লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৬৭তম পর্বে কথা বলেছেন ডা. বর্ণালী দাশ।

বর্ণালী দাশ বর্তমানে শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেলের গাইনি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : প্রি-একলামসিয়া ও একলামসিয়ার লক্ষণ কী?

উত্তর : প্রি-একলামসিয়া একলামসিয়ার চেয়ে ভালো। প্রি-একলামসিয়ার সঙ্গে যখন খিঁচুনি থাকবে, তখন এটি একলামসিয়া। একলামসিয়া খারাপ অবস্থা প্রি-একলামসিয়ার তুলনায়। এখানে উচ্চ রক্তচাপ থাকে, এঙ্কেল ইডিমা অথবা ইউরিনের সঙ্গে অ্যালবুমিন যায়, সঙ্গে খিঁচুনি থাকে অথবা মাথা ব্যথা করে, চোখে অন্ধকার দেখে এ ধরনের সমস্যা থাকে। এগুলো রোগী এসে বলে। এ ধরনের বিষয় ঘটলে রোগীকে বলে দিতে হবে অবহেলা না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য বা যোগাযোগ করার জন্য।

প্রশ্ন : ঝুঁকি কী রয়েছে?

উত্তর : মায়ের ওপরও ঝুঁকি রয়েছে, বাচ্চার ওপরও ঝুঁকি রয়েছে। শিশু জন্মগত ত্রুটি নিয়ে চলে আসতে পারে। আমাদের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী রক্তস্বল্পতাও একটি অবস্থা। রক্তস্বল্পতা থেকেও বাচ্চার এই সমস্যাগুলো হতে পারে।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement