মেছতার চিকিৎসায় করণীয়

Looks like you've blocked notifications!

মেছতা ত্বকের একটি প্রচলিত সমস্যা। মেছতার চিকিৎসায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৬৮তম পর্বে কথা বলেছেন ডা. ইসাবেলা কবির। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের ডার্মাটোলজি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : মেছতা প্রতিকারে করণীয় কী?

উত্তর : কারো মেছতা হলে ত্বকের ধরন অনুযায়ী সানব্লক ব্যবহার করতে হবে। মেছতার বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে। টপিক্যাল ট্রিটমেন্টের মধ্যে বিভিন্ন ধরনের ফরমুলেশন ব্যবহার করে থাকি। যেমন : হাইড্রোকুইনন, প্রিপারেশন টু টু ফোর পারসেন্ট। বিভিন্ন ধরনের কম্বিনেশন ব্যবহার করা যায়। এটা দিলে কিছুদিন পরপর ভালো হয়ে যায়, তবে পুনরায় হওয়ার আশঙ্কা থাকে।

যদি দেখা যায় সে ওরাল কনট্রাসেপটিভ পিল খাচ্ছে, মেছতার ওষুধ নিচ্ছে, তাহলে কাজ করবে না। আগে ওরাল কনট্রাসেপটিভ পিল বন্ধ করতে হবে।

গ্লাইকোলিক এসিড পিল, সুপার ফেসিয়াল ক্যামিক্যাল পিল যেগুলো সেগুলো ব্যবহার করতে বলি। বিভিন্ন ধরনের লেজারও করা যায়।