আক্কেল দাঁতে যেসব সমস্যা হয়

Looks like you've blocked notifications!

মাড়ির একদম শেষের দাঁতটিকে আক্কেল দাঁত বলে। সাধারণত ১৮ বছর বয়স থেকে এই দাঁত ওঠে। আক্কেল দাঁতে বিভিন্ন সমস্যা হয়। আক্কেল দাঁতের সমস্যার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৭২তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ তামিজুল আহসান রতন।

ডা. সৈয়দ তামিজুল আহসান রতন বর্তমানে রতন’স ডেন্টালে প্রধান পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : আক্কেল দাঁতে কী কী সমস্যা হতে পারে ?

উত্তর : আমার কাছে এই সপ্তাহের মধ্যে সাত আটটি রোগী এসেছে কেবল আক্কেল দাঁতের সমস্যা নিয়ে। প্রচণ্ড ব্যথা নিয়ে আসে। দেখা গেল, নিচের দাঁত অল্প একটু উঠেছে, উপরের দাঁতটা আগে উঠে গেছে। ওই দাঁতটা ওঠেছে ঠিকই, কিন্তু সে চলে গেছে গালের দিকে। যখন সে গালের দিকে চলে যায়, তখন মাঝখানের মাংসটা দুই দাঁতের ফাঁকে পড়ে যায়। বেশিরভাগ তাই হয়। দেখা যায়, যে রোগী আসে তার মাড়িটা ক্ষত হয়ে গেছে।

যখন আমরা দেখি এ ধরনের সমস্যা হচ্ছে তখন প্রাথমিক পর্যায়ে একটু চিকিৎসা করে দেই। সেটা করলে দেখা যায় সে আরাম পায়।

আক্কেল দাঁতের ব্যথায় দেখা যায় হয়তো ব্যথানাশক ওষুধ খেয়ে সে ভালো হলো। দ্বিতীয়বার ভালো হলো। আস্তে আস্তে দেখা যায় তার মুখটা বন্ধ হয়ে যায়। হা করতে পারে না। অনেকে আবার গালে একটু তাপ দেয়। সবই ক্ষতির কারণ। দাঁতের জন্য অনেক সময় দেখা যায় মাথাব্যথা করছে।