এসএলই হলে কি সন্তান নেওয়া যায়?

সিস্টেমিক লুপাস ইরেথিমেটোসাস বা এসএলই মেয়েদের বেশি হয়। সাধারণত ১৫ থেকে ৪৫ বছর বয়সে এই সমস্যা বেশি হয়।
এসএলই হলে কি সন্তান নেওয়া যায়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৬৯তম পর্বে কথা বলেছেন ডা. এ কে এম মতিউর রহমান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এই রোগটি যাঁর হচ্ছে তিনি কি মা হতে পারবেন?
উত্তর : তিনি মা হতে পারবেন। তবে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আমরা কীভাবে এর সমাধান করব? রোগটির একটি সক্রিয় পর্যায় এবং একটি নিষ্ক্রিয় পর্যায় রয়েছে। চিকিৎসা দিলে এটি নিষ্ক্রিয় পর্যায়ে চলে যায়। সেই নিষ্ক্রিয় পর্যায়ে তিনি একজন গাইনোকোলজিস্ট ও একজন রিউমাটোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধায়নে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করতে পারবে। এমনকি গর্ভধারণ করে ফেললেও সামান্য একটু চিকিৎসা নিতে হয়। দুটো ওষুধ রয়েছে, সেগুলো যদি গর্ভাবস্থায় খাওয়া হয়, সন্তান ও মায়ের কোনো ক্ষতি হবে না। যদি না খাওয়া হয়, যদি গর্ভাবস্থায় রোগ বাড়ে, তাহলে একটু ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
গর্ভাবস্থায় এক নম্বর ক্ষতি হলো তার অ্যাবোশন হয়ে যেতে পারে। রক্ত কণিকা কমে গিয়ে রক্তস্বল্পতা হতে পারে। রক্ত দেওয়া লাগতে পারে। মস্তিষ্কে, কিডনিতে ক্ষতি হতে পারে।
তাহলে তাঁরা বাচ্চা নিতে পারবেন, কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।