কোষ্ঠকাঠিন্য কী?

Looks like you've blocked notifications!

কোষ্ঠকাঠিন্য একটি প্রচলিত সমস্যা। সাধারণত সপ্তাহে তিনবারের কম পায়খানা হলে একে কোষ্ঠকাঠিন্য বলা হয়। কোষ্ঠকাঠিন্যের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৭৪তম পর্বে কথা বলেছেন ডা. আফরিন সুলতানা।

ডা. আফরিন সুলতানা বর্তমানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এবং সিটি হসপিটাল লিমিটেডের সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : কোষ্ঠকাঠিন্য বলতে কী বুঝি?

উত্তর : যাদের মলত্যাগের ক্ষেত্রে কিছু অসুবিধা হয়, পায়খানাটা কঠিন হয়ে যায়, তাদের কোষ্ঠকাঠিন্য হয়েছে বলে ধরে নেওয়া হয়। সপ্তাহে অন্তত তিনবারের কম যদি কারো মলত্যাগের অভ্যাস থাকে, তখন একে আমরা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় কোষ্ঠকাঠিন্য বলে থাকি। যদিও সাধারণ মানুষের অনেকেরই ধারণা থাকে, প্রতিদিন পায়খানা না হলেই সেটি কোষ্ঠকাঠিন্য বা একটু পায়খানাটা কঠিন হলেই সেটি কোষ্ঠকাঠিন্য। তবে পায়খানা কঠিন হওয়া মানেই যে কোষ্ঠকাঠিন্য, বিষয়টি সেটি নয়।