কোষ্ঠকাঠিন্য থেকে যেসব জটিলতা হয়
কোষ্ঠকাঠিন্যের সমস্যায় অনেকেই ভোগেন। এটি থেকে শরীরে বিভিন্ন জটিলতা হতে পারে। কোষ্ঠকাঠিন্যের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৭৪তম পর্বে কথা বলেছেন ডা. আফরিন সুলতানা।
ডা. আফরিন সুলতানা বর্তমানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এবং সিটি হসপিটাল লিমিটেডের সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোষ্ঠকাঠিন্যের কারণে কী জটিলতা হয়?
উত্তর : এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে কোষ্ঠকাঠিন্য একটি উপসর্গ। এটা একটি সমস্যা। এর জন্য আরো কিছু জটিলতা নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। যেহেতু এটি মলত্যাগের সঙ্গে সম্পর্কিত, তাই মলদ্বারের সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। সবচেয়ে প্রচলিত যে সমস্যা, সেটি হলো, এনাল ফিসার বা মলদ্বার ফেটে যাওয়া। যখনই পায়খানা কঠিন হয় বা রোগীরা খুব চাপ দিয়ে পায়খানা করার চেষ্টা করেন, তখনই সাধারণত মলদ্বার ফেটে গিয়ে যে অবস্থা হয়, একে আমরা বলি এনাল ফিসার। আর সাধারণ মানুষের কাছে এটি আসলে গ্যাজ রোগ নামে পরিচিত। কারণ, অনেকেই এটি বুঝতে পারেন।