এনাল ফিসারের তীব্র ব্যথায় করণীয়

Looks like you've blocked notifications!

এনাল ফিসার মলদ্বারের রোগ।এতে মলদ্বার ফেটে যায়, গ্যাজের মতো হতে পারে। দুই ধরনের এনাল ফিসার হয়। একটি একিউট বা স্বল্পমেয়াদী। আরেকটি ক্রনিক বা দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী এনাল ফিসারে তীব্র ব্যথা হয়।

ব্যথা প্রতিকারে করণীয় কী,এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৭৪তম পর্বে কথা বলেছেন ডা. আফরিন সুলতানা। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এবং সিটি হসপিটাল লিমিটেডের সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : তীব্র ব্যথা নিয়ে যারা আসছে, তাদের ক্ষেত্রে কী করেন? এবং অনেকদিন ধরে যাদের থাকে তাদের ক্ষেত্রে কী করা হয়?

উত্তর : আসলে একিউট পেইন ( স্বল্পমেয়াদী ব্যথা) যখন রোগীরা নিয়ে আসেন, তখন আমাদের প্রথম উদ্দেশ্য থাকে রোগীর ব্যথা কমিয়ে দেয়া। ওই অবস্থায় রোগীর যে কষ্টটা হচ্ছে, সেটি কমানো। আমরা সাধারণত রোগীর ব্যথা কমানোর জন্য ওষুধ দিই। পরামর্শ দিই একটু হালকা গরম পানিতে বসার জন্য। তাহলে মলদ্বারে আরাম অনুভূত হয়। এর পরে আমরা উপদেশ দিই খাদ্যাভ্যাস পরিবর্তন করার যেন কোষ্ঠকাঠিন্য না হয়। আর পাশাপাশি আমরা কিছু ওষুধ পত্র দিই যেটি নির্ভর করে রোগীর অবস্থার ওপর। এটা স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী- দুই ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে।

এই সব উপদেশ মেনে চলার পরও যদি উন্নতি না হয়, তখন আমরা সার্জারি করার জন্য পরামর্শ দিই।