সব জন্ডিসেই কি হাত-পা হলুদ হয়?
সাধারণত জন্ডিস হলে হাত-পা হলুদ হয়। এটা স্বাভাবিক। তবে সব জন্ডিসেই কি হাত-পা হলুদ হয়? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৭০তম পর্বে কথা বলেছেন ডা. মাহবুব এইচ খান।
ডা. মাহবুব এইচ খান বর্তমানে বিআরবি হাসপাতালের লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাধারণত দেখা যায়, জন্ডিস হলে হাত-পা হলুদ হয়ে যাচ্ছে। কোন জন্ডিসে এটা হয়?
উত্তর : সব জন্ডিসেই হাত-পা হলুদ হয়। তবে সব ক্ষেত্রে যে হলুদ হবে, সেটি নয়। সেগুলোকে বলে এন হিট্রিক হেপাটাইটিস। অর্থাৎ হলুদ না হয়ে জন্ডিস। সেসব রোগীর বমি বমি ভাব লাগে, খেতে পারে না, গন্ধ লাগে। লিভার ফাংশন পরীক্ষা করার পর দেখা যায় তার জন্ডিস হয়ে পড়েছে। কিন্তু বিলিরুবিন তখনো বাড়েনি।
আরেকটি জিনিস অভিজ্ঞতায় পাই, রোগী বলে হলুদ খাই না। এই হলুদ আর রক্তের হলুদ এক নয়। এই হলুদ খেলে রক্ত কিন্তু হলুদ হবে না। হলুদ হবে বিলিরুবিন বলে একটি পদার্থ রয়েছে, তার জন্য। কিন্তু এই বিলিরুবিন হলুদ বাড়ায় না।
জন্ডিস হওয়ার পর চর্বি, মসলা এগুলো এমনি মানুষ খেতে পারে না। আর জন্ডিস হওয়ার কারণে এগুলো খাওয়া সহ্য হবে না। এই জিনিসগুলো যতটুকু সম্ভব এড়িয়ে যাওয়া ভালো। বেশি করে তাহলে কার্বোহাইড্রেট, চিনি, মিষ্টি এ ধরনের জিনিস খেতে পারে।