ঠোঁটের ব্রণ দূর করার দুই উপায়

Looks like you've blocked notifications!
ঠোঁটের ব্রণ দূর করতে ব্যবহার করতে পারেন লেবুর রস।

ঠোঁটের ব্রণ একটি বিব্রতকর সমস্যা। ঠোঁটে ব্রণ হলে দেখতে কেবল খারাপই লাগে না, খাওয়ার সময়ও এটি সমস্যা তৈরি করে। ঠোঁটের ব্রণ কমানোর কিছু উপায় জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

১. হালকা গরম পানির স্যাঁক

ব্রণের ওপর হালকা গরম পানির স্যাঁক ফোলা কমায় এবং  আক্রান্ত স্থানের রক্ত সঞ্চালন বাড়ায়।

  • একটি পরিষ্কার তোয়ালে গরম পানির মধ্যে ভেজান এবং একে ভালোমতো চিপড়ে পানি ঝড়িয়ে নিন।
  • আক্রান্ত স্থানে কয়েক মিনিট এটি রাখুন।
  • দিনে তিন থেকে চার বার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।
  • তবে গরম স্যাঁক দেওয়ার আগে তাপমাত্রা কত সেটি পরীক্ষা করে নিন।

২. লেবুর রস

ঠোঁটের ব্রণ কমানোর আরেকটি ঘরোয়া উপায় হলো লেবুর রস। এর মধ্যে থাকা ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ব্রণ দ্রুত শুকাতে সহায়তা করে।

  • একটি তুলার বলের মধ্যে লেবুর রস নিন। একে ব্রণের মধ্যে  লাগান। ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুই থেকে তিন বার এই পদ্ধতি অনুসরণ করুন।
  • সম পরিমাণ লেবুর রস ও মধু মেশান। একে ঠোঁটের মধ্যে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দিনে দুই বার এই পদ্ধতি অনুসরণ করুন।
  • আধা চা চামচ লেবুর রসের মধ্যে গোলাপ জল দিন। একটি তুলার বলের মধ্যে মিশ্রণটি লাগিয়ে আক্রান্ত স্থানে মাখুন। দিনে দুই বার এই পদ্ধতি অনুসরণ করুন।